বুধবার, ৩ জুন, ২০১৫

কল্প ভাবনা

কথায় কথায় যে সংলাপ মিলে যায়
নিরব থাকার কবিতায়!
ছবি কত জাগে সাদা পাতায়,
গতি মিলে বুঝি লেখায়।

আমাকে আর কে পায়
আমি উড়বো হাওয়ায়,
দেখছি সবই চোখ বুজা অবস্থায়
আমি রাজা আমার কল্পনায়।

আমায় পেতে চাইলে বাস্তবতায়
খুঁজো কারও সুখের কান্নায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

3,758

Subscribe

Flickr